এখন মহাকাশেও বন্ধুত্ব যুক্তরাষ্ট্র ও ভারতের

  28-10-2020 11:57PM

পিএনএস ডেস্ক : সদ্য ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে টু প্লাস টু বৈঠক হয়ে গেল। সেখানে নানা বিষয়ে দু'দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিরক্ষার বিষয়টিই সেখানে গুরুত্ব পেয়েছে বেশি। তবে অন্যান্য বিষয়েও ছড়িয়েছে আলোচনা।

মহাকাশ বিজ্ঞান নিয়েও দু'দেশের মধ্যে নানা আলোচনা হয়েছে। যেখানে দু'টি দেশই যৌথভাবে এই প্রকল্পে সামিল থাকবে। মার্কিন পররাষ্ট্রসচিব জানিয়েছেন, ইসরো ও নাসার যৌথ উদ্যোগে 'নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডার' বা 'নিসার'(এনআইএসএআর)-এর উৎক্ষেপণ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বৈঠকে। ২০১৪ সালেই অবশ্য এ সংক্রান্ত চুক্তি হয়েছিল। সেই চুক্তিই আরও বিস্তৃত পরিধি পেল।

'নিসার' পৃথিবীর ভূখণ্ড, মেরুদেশ এবং হিমবাহ সংক্রান্ত নানা খবর পাঠাবে। হদিশ দেবে জলবায়ু পরিবর্তনেরও। বাস্তুতন্ত্রের ক্ষতি বা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবের খবরও দেবে এটি। ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির বিস্ফোরণ বা ভূমিধসের খবরও দিতে পারবে বলে জানা গেছে। সীমান্ত এলাকার ম্যাপিং-ও হবে এই উপগ্রহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ। ভারত থেকেই মহাকাশে পাঠানো হবে এই উপগ্রহটিকে। সূত্র : জি নিউজ।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন