ব্রাহ্মণবাড়িয়াই লাখ টাকার তক্ষকসহ আটক ৪

  12-01-2018 12:54AM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় লাখ টাকার বিরল প্রজাতির তক্ষক সহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে শহরতলির ঘাটুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নবীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের ফজলুল হকের ছেলে জহিরুল হক (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের মৃত ইছা সরকারের ছেলে দিলীপ সরকার (৪২), ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে মোখলেসুর রহমান (৪৩), সদর উপজেলার চান্দিয়ার গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে নাসিম (৫০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন আরো জানান, বুধবার রাতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এএসআই) আবু আহমেদ সুজন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা –সিলেট মহাসড়কের পাশে ঘাটুরা এলাকায় অভিযান চালিয়ে তক্ষক সহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে।

বৃহস্পতিবার বিকালে আটক চার জনকে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত তক্ষকের দাম এক লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন