রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

  13-01-2018 06:26PM

পিএনএস ডেস্ক : কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে ছুরিকাঘাতে মমতাজ উল্লাহ (৩২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মিয়ানমারে পূর্ব শত্রুতার জেরে আরেক রোহিঙ্গা এই হত্যাকাণ্ড ঘটায়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুতুপালংয়ে নতুন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় মমতাজ উল্লাহর ছোট ভাই মো. মহিবুল্লাও গুরুতর আহত হয়েছেন। হামলাকারী আরিফ উল্লাহকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

নিহত মমতাজ একই ক্যাম্পের আবুল কাশেমের ছেলে ও মিয়ানমারের মংডুর বলিবাজার এলাকার বাসিন্দা।

নিহত মমতাজের শ্বশুর ছলিম মিয়া জানান, মিয়ানমারেই আরিফ উল্লাহর সঙ্গে আমাদের পারিবারিক সমস্যা ছিল। এর জেরে আজ কথাকাটাকাটির একপর্যায়ে আরিফ উল্লাহ আমার জামাতাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই সে মারা যায়।

এসময় বাধা দিতে গেলে মমতাজ উল্লাহর ছোট ভাই মো. মহিবুল্লাকেও ছুরিকাঘাত করে আরিফ উল্লাহ। মহিবুল্লাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, মিয়ানমারে থাকতে আরিফ উল্লাহর এক ভাইকে মেরে ফেলে মমতাজরা। এঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক আরিফ উল্লাহকে আটক করেছে পুলিশ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন