বেনাপোল সীমান্তে মুসল্লিদের মিলনমেলায় পরিণত

  13-01-2018 09:08PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : টঙ্গীর তুরাগ তীরে তাবলীগের বৃহৎ মুসলিম জামাত বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুক্রবার ভোরে আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় সর্বচ্ছ সতর্কতায় রয়েছেন বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন কতৃপক্ষ। বেনাপোলে বাড়ছে বিদেশী মেহমানদের ভীড়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত ৩দিনে এসেছে ২১শ মুসল্লি- সীমান্তে বসছে মেহমানদের মিলনমেলা-তবে পাসপোর্ট জটিলতায় অনেক মেহমান আসতে পারছেন বলে জানান তাবলীগের সদস্যরা।

বিদেশী মেহমান-কলিকাতা মহেশআলী জয়নগর থেকে আসা মুরব্বি হাসমত আলী ও আবু তাহের বলেন,বিশ্ব ইজতেমায় যোগ দিতে অনেক ভারতীয় নাগরিক ভিসা সেন্টারে গিয়ে না পেয়ে ফিরে এসেছেন। সীমান্ত এলাকায় পড়ছেন বিপাকে। রেশন আউডি কার্ডসহ বিভিন্ন এভিডেন্স দেখাতে হচ্ছে। পাসপোর্টের কোন মূল্যই দিচ্ছেন না তারা। তারপরও টিআইটি লেখা পাসপোর্টে হয়রানির স্বীকার হতে হচ্ছে।।ফলে অনেকের যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তারা।

বেনাপোল চেকপোষ্ট বাগ- এ জান্নাত কাওমীমাদ্রাসা মাঠে বিশ্ব ইজতেমা কমিটির ৩৮সদস্যের প্রতিনিধি দল আত্মীয়তা করাচ্ছেন আগত মেহমানদের। পাসপোর্টের কার্যাদি-খাওয়ানো ও বাস যোগে টুঙ্গির উদ্দেশ্যে অভ্যাগতদের পৌছে দিচ্ছেন তারা- এতেই মহা খুশী বিদেশী মেহমানরা- বিশ্ব ইজতেমা উপলক্ষে সরগম বেনাপোল।

বিশ্ব ইজতেমা কমিটি সদস্য বেনাপোলস্থ আমীর মরব্বী-কামাল হোসেন বলেন, ইন্দোনেশিয়া, মালেশিয়া, আফ্রিকা, তুর্কিস্থান, ভারত, কম্বোডিয়া, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আকাশ ও স্থল পথে আসছে হাজার হাজার মুসল্লি। বেনাপোলে সেবা দিচ্ছেন তারা। তবে অন্যবারের ন্যায় এবারে বিভিন্ন সমস্যার কারণে অনেক মুসল্লি কম এসেছে বলে জানান তিনি।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম জানান, বিদেশী মেহমানদের সার্বিক সেবা দিচ্ছেন ইমিগ্রেশন কতৃপক্ষ। অভ্যাগতদের নিরাপত্তায় সকর্ত রয়েছেন তারা।

বেনাপোল বাগ এ জান্নাত কাওমী মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম জানান, প্রতি বছর বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আসে বিশ্বের হাজার হাজার মুসল্লি। সীমান্তে বসে মেহমানদের মিলন মেলা। এবার প্রথম দফায় গত ১মাসে এসেছে প্রায় সাড়ে ৩ হাজার মেহমান। সেবা দিচ্ছেন তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন