গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

  14-01-2018 02:03AM

পিএনএস ডেস্ক: গোপালগঞ্জে পিকআপভ্যানের চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চম্পা মন্ডল নিহত হয়েছেন। শনিবার দিনগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুল আলম দুর্ঘটনায় শিক্ষার্থী চম্পা মন্ডল নিহত হওয়ার সতত্যা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার ঘোনাপাড়া মোড়ে বাজারে গিয়েছিলেন শিক্ষার্থী চম্পা মন্ডল। কেনা-কাটা শেষে বিশ্ববিদ্যালয় এলাকার মেসে ফেরার সময় রাস্তা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার খবরে রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় বেরিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেছে সাধারণ শিক্ষার্থীরা। এর ফলে মহাসড়কে যানবহন চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর (রাত ১২টা) পাওয়া পর্যন্ত মহসড়কে যানবহন চলাচল বন্ধ রয়েছে।

নিহত চম্পা ওই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে খুলনা জেলার দাকোপ উপজেলার ডালিয়াখালী গ্রামের সুদেব মন্ডলের মেয়ে।

ঘটনার সত্যতা স্বীকার করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। অভিভাবক আসলে তাদের ইচ্ছা অনুযায়ী পরিবারের কাছে মরদেহ বুঝে দেওয়া হবে। এছাড়া ঘাতক পিকআপ ভ্যান ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন