কণ্ঠশিল্পী শাম্মী আক্তার ইন্তেকাল, জাসাসের শোক

  16-01-2018 07:54PM

পিএনএস : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কণ্ঠশিল্পী শাম্মী আক্তার আজ বিকালে রাজধানীর চ্যামেলীবাগের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

বরেণ্য সংগীত শিল্পী শাম্মী আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সভাপতি ড. মামুন আহমেদ, সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, সাংগঠনিক সম্পাদক অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু প্রমুখ।

নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের সংগীতাজ্ঞনের শুন্যতা সৃষ্টি হয়েছে। তার কণ্ঠের অসংখ্য গান বাংলাদেশের মানুষের হৃদয়কে র্স্পশ করেছে। তার গাওয়া গানগুলো বাংলাদেশের মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন