শার্শায় এসএসসি ও দাখিল পরীক্ষার প্রস্তুতি সভা

  17-01-2018 10:02PM

পিএনএস, বেনাপোল : ফেব্রুয়ারীতে শুরু হচ্ছে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরক্ষা। এ উপলক্ষে বুধবার বিকালে শার্শা উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা পূলক কুমার মন্ডললের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সহকারি কমিশনার(ভ'মি) আব্দুল ওয়াদদ, মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, হাদিউজ্জামান হাদি,নাভারন হাইস্কুলের প্রধান শিক্ষক শাহবদ্দিন আহম্মেদ,অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ দুদু,মাওলানা ইলিয়াজ হোসেন,সহিদুল ইসলাম,আনোয়ার হোসেন প্রমুখ। সভায় কেন্দ্র সচিবদের দায়িত্ব ও কতর্ব্য পালন সহ নকল মুক্ত শান্তিপূর্ন পরিবেশ পরীক্ষা গ্রহনের সিন্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা কেন্দ্র নিরপন সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পূলক কুমার মন্ডল আরো বলেন,পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাকালীণ সময়ে ২০০গজের মধ্যে কারফিউ বলবত থাকবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ও ক্যালকুলেটর নেওয়া যাবেনা। ম্যানিজিং কমিটির সদস্যসহ পরিচয়পত্র বিহীন কোন ব্যাক্তি নেতা ব্যবসায়ি কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। সাংবাদিক প্রবেশেও হল সুপারের নির্দেশনা অনুযায়ি কেন্দ্র পর্য্যাবেক্ষন করতে পারবে বলে জানান তিনি।

স্ব স্ব স্কুলের পোষাক পরিহিত শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের আগে হলে প্রবেশ করতে হবে। উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে তথ্য আদান প্রদানে নিয়ন্ত্র কেন্দ্রে খোলা সহ থানা থেকে প্রশ্নপত্র সরবরাহ করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন