বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  20-01-2018 03:44PM

পিএনএস, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার উক্ত বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুবায়ের ছাঈদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, সহকারী শিক্ষক সুশীল চন্দ্র বর্মন, সাবেক শিক্ষক খোরশেদ আলম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাবেক শিক্ষিকা আজিজুন্নাহার ও ওয়াবদুন্নেছা প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীরা ব্যাডমিন্টন, দৌড়, গুপ্তধন উদ্ধার, গোলক নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, রশি নৃত্য, চকলেট দৌড় খেলায় অংশ নেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা পরিচালনা করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন