চিরিরবন্দরে টলি ও মোটরসাইকেল মুখেমুখি সংঘর্ষ, আহত ৩

  21-01-2018 04:30PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে রাণীরবন্দরের আদুরে ঠাকুরের মোড় নামক স্থানে টলী ও মটর সাইকেল মুখেমুখি সংঘর্ষে গুরুতরভাবে ৩ জন আহত হয়েছে।

জানা গেছে, গত ২০শে জানুয়ারী আনুমানিক রাত ৯টায় ঠাকুরের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের এক ভ্যান চালক রাণীরবন্দর অবিনাশ ডাক্টারের চেম্বারে নিয়ে আসে মটর সাইকেল চালক মমিনুল ইসলাম(৩০), পিতা মো. মোফা উদ্দিন, আলমগীর (২৩) পিতা মো. শওকত আলী ও গুরুতরভাবে আহত হয়েছেন মিনহাজুল ইসলাম (২৫) পিতা মো. তাজ উদ্দিন। তার একই সঙ্গে ছিল তারা রাণীরবন্দর চিকিৎসকের আওতায় নিয়ে আসা হয়।

জানা গেছে, গুরুতরভবে আহতের কারনে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুঠে ফোনের মাধ্যমে মনিনুলের বড় ভাই জানায়, তার ছোট ভাইয়ের অবস্থা খুবই গুরুতর এবং চিকিৎসার অবনতি হলে পরে রাত ১২টায় মমিনুল ও মিনহাজুলকে রমেক হাসপাতালে রেফার্ড করা হয়। ২নং খামার সাতনালা ইউনিয়নের মেম্বার জানান, মুখেমুখি সংঘর্ষের কারনে এ দূর্ঘটনাটি ঘটে তবে কোন টলির সঙ্গে সংঘর্ষ তা কেউ জানেনা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন