‘সম্প্রীতির ঐতিহ্যকে সুদৃঢ় করতে হবে’

  21-01-2018 11:55PM

পিএনএস ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশে বিদ্যমান সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সক্ষম হবো।

সোমবার (২২ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ আবহমানকাল থেকে এখানে মিলেমিশে বসবাস করে আসছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন