কক্সবাজার বিমানবন্দরে যাচ্ছেন বিমানমন্ত্রী

  23-01-2018 01:47AM

পিএনএস ডেস্ক: কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন অগ্রগতি পরিদর্শনে যাচ্ছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। এর আগে তিনি গত সপ্তাহে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন।

দায়িত্ব নেয়ার পর এটি মন্ত্রীর দ্বিতীয় আউট স্টেশন সফর। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৩ ফ্লাইটে মন্ত্রী কক্সবাজারের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক এবং সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলীসহ মোট ৫ জনের প্রতিনিধি দল।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ প্রকল্পের কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২০১৫ সালের ০২ জুলাই উদ্বোধন করেছিলেন। বিমানবন্দরের রানওয়ে ৬৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯০০০ ফুট এ উন্নীত করা হয়েছে। ২০১৭ সালের ৬ মে প্রধানমন্ত্রী বোয়িং ৭৩৭ বিমান যোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন।

চলতি বছরের শুরু থেকে এখানে বোয়িং ৭৭৭-৩০০ ইআরসহ বিশ্বের সব ধরনের বাণিজ্যিক এয়ারক্রাফট নামতে শুরু করেছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন