সাঁথিয়ায় নিখোঁজ ব্যক্তির মাথার খুলি পুকুর থেকে উদ্ধার

  23-01-2018 03:56PM


পিএনএস, পাবনা: পাবনার সাঁথিয়ার উপজেলার বায়া গ্রামের কাঠমিস্ত্রি সাঈদ (৩০) নিখোঁজ হওয়ার দুই মাস ২৩ দিন পর পুলিশ আজ মঙ্গলবার দুপুরে ওই গ্রামের ফজলাল আলীর পুকুর থেকে তার মাথার খুলি উদ্ধার করেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ৩জনকে গ্রেফতার করেছে।

সাঁথিয়া থানা সূত্রে জানা যায়, উপজেলার বায়া গ্রামের মোন্তাজ আলীর ছেলে কাঠমিস্ত্রি সাঈদ গত বছরের ৩০ অক্টোবর সন্ধ্যার পর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে গত ৪ ডিসেম্বর মোন্তাজ আলী সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাঁথিয়া থানা পুলিশ চলতি মাসের ২০ জানুয়ারি এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যামে ২০ জানুয়ারি বায়া গ্রামের মোস্তফার ছেলে রাজিব (২০) ও মঙ্গলগ্রাম গ্রামের ডা: ময়নুলের ছেলে ফখরুলকে (৩৫) আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বায়া গ্রামের একরাম সরদারের ছেলে শামীম (২২) গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বায়া গ্রামের ফজলাল আলীর পুকুরে তল্লাশি চালিয়ে সাইদের মাথার খুলি উদ্ধার করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন