পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মজিদ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমরান আলী মোল্লা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি বন্দনা রাণী প্রামানিক, উপজেলা কৃষি অফিসার মো: শফিকুল ইসলাম, উপজেলা ভেটেরেনারী সার্জন ডা. মো: আহসান হাবিব প্রমুখ।
পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল
তানোরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত
