ঘাটাইলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহর উদ্বোধন ও আলোচনা

  23-01-2018 08:25PM

পিএনএস, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : “বাড়াবো প্রানিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (২৩ জানুয়ারী ) সকাল ১০টার দিকে উপজেলা চত্তর হতে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান,জিবিজি কলেজের অধ্যক্ষ সামছুল আলম মনি,উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস,জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা ভেটেরিনারী সার্জন মোঃ বাহাউদ্দীন সরোয়ার রিজভী।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন