বরিশালে সেবা বন্ধ রেখে সিভিল সার্জন কার্যালয় অবস্থান কর্মসূচি

  23-01-2018 10:24PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : চাকরি জাতীয়কেণের দাবিতে বরিশাল সিভিল সার্জন কার্যালয় অবস্থান এবং ধর্মঘট কর্মসূচি পালন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। সরকারি দায়িত্ব ফেলে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নগরের ভাটারখাল এলাকায় সিভিল সার্জন কার্যালয় অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন জেলার ২৬৪ কমিউনিটি ক্লিনিকের কর্মীরা।

এসময় জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের সভাপতি মো. সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান এবং বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহসভাপতি মহিউদ্দিন নয়ন, দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত এবং মাধবী চক্রবর্তী সহ অন্যান্যরা। অবস্থান কর্মসূচি এবং সমাবেশে বক্তারা তাদের এক দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একই দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন