ঘাটাইল উপজেলা শেখ রাসেল পরিষদের আহব্বায়ক কমিটির অনুমোদন

  12-02-2018 10:30PM

পিএনএস, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঘাটাইল উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা কমিটি।

গত ১১ ফেব্রুয়ারি সভাপতি জাফর আলী খান ও সাধারন সম্পাদক সাজিদ খান স্বাক্ষরিত কমিটিতে জিবিজি কলেজ ছাত্র সংসদের ভিপি আবু সাঈদ রুবেল কে আহব্বায়ক, মোঃ আবিদ হোসেন,আসাদুজ্জামান আসাদ,গণি মিয়া,রুবেল হোসেন,হাসিবুল হাসান বাপ্পি,ওমর ফারুক এবং সাব্বির হোসেন কে যুগ্ম আহব্বায়ক করে আগামী তিন মাসের জন্য আহব্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়।

উপজেলা কমিটি গঠনের ব্যাপারে নবগঠিত কমিটির আহব্বায়ক আবু সাঈদ রুবেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঘাটাইলের প্রত্যেকটি স্কুল-কলেজে কমিটি গঠন করার মাধ্যমে নেতৃত্ব তৈরি করব এবং জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরব এবং সকলের সহযোগীতায় শিশু কিশোরদের অধিকার ও শিশু নির্যাতন রোধে কাজ করব।’

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এনামুল হক,সোহেল রানা,সাব্বির হোসেন,আরিফুল ইসলাম,মহসীন মামুন,কাজী রিমন,রাতুল হাসান,শ্রী রঞ্জিত কুমার,আরিফুল ইসলাম রিংকু,আশিকুর রহমান আশিক,মানিক মিয়া,আবু সাঈদ,মোঃ তাওহীদ,মোঃ শহিদুল,মোঃ আল-আমীন,সোহানুর রহমান,আবিদ হোসেন,নিলয় মাহমুদ,তানভীর রহমান স্বজন,পরান চন্দ্র আর্য্য,মোঃ মাজেদুল,মোঃ সাদ্দাম,মোঃ শাকিল,কাজী রাব্বী,ইমরুল হাসান,মোঃ তুহিন,মোঃ আল-আমীন,মোঃ রিপনুজ্জামান রিপন,মেহেদী হাসান বিদ্যুৎ,মোঃ হৃদয়,রাফসান সাইফ সন্ধী,মোঃ মাহীন,বিপ্লব হোসেন বিল্লাল।

উল্লেখ্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর হতে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রকিবুর রহমান, মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী এম.পি এবং সাংগঠনিক সচিব কে.এম শহিদ উল্ল্যার নেতৃত্বে শেখ রাসেল সহ জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচারের দাবীতে, শিশু কিশোরদের অধিকার আদায়ে এবং দেশের বিভিন্ন ক্রান্তিকালে অবদান রেখে চলেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন