নাসিরনগরে উপ-নির্বাচন : ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  14-02-2018 09:31PM

পিএনএস, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মোঃরাকিবুর রহমান রকিব : ব্রাহ্মণবাড়িয়া জেলা (নাসিরনগর) ১ নংআসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী রেজওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আশরাফুল হক।

বুধবার শেষ দিনে নিজ নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নাসিরনগর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান জানান, ৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৪ হাজার নয়জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার এক লাখ ৩ হাজার ৫৯৯ জন। আগামী ১৩ মার্চ এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন