ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

  16-02-2018 08:29AM


পিএনএস, বগুড়া: বগুড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাইয়ান রাব্বি তাসিন নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী স্কুলের পাঁচতলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে। তাসিন, শহরের আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের বাণিজ্য শাখার শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে তাসিন তার স্কুলের পাঁচতলা ভবনের বারান্দা থেকে লাফ দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে বিদ্যালয়টির শিক্ষক ও তাসিনের সহপাঠীরা তাৎক্ষণিক তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সন্ধ্যার দিকে সে মারা যায়।

সহপাঠী ও শিক্ষকরা জানান, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদগ্রস্থ ছিলো তাসিন। এ নিয়ে গত দুদিন ধরে সে ফেইসবুকে নিজের অ্যাকান্টে একাধিক স্ট্যাটাসও দেয়।

বুধবার রাত ৯টার দিকে সে ফেসবুকে লেখে- ‘পরিবারের জন্য একটা বড় বোঝা কমতে যাচ্ছে। ফলে সাশ্রয় হবে প্রচুর অর্থ, সমস্যা কমবে সম্পত্তি নিয়ে।’

আত্মহত্যার চার ঘণ্টা আগে বৃহস্পতিবার সকালে সে সর্বশেষ স্ট্যাটাসে উল্লেখ করে-‘আল্লাহকে ধন্যবাদ আমাকে ব্যথাপূর্ণ একটি জীবন দেয়ার জন্য। সবাইকে বিদায়!’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন