মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গোপালপুরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা

  16-02-2018 10:35PM

পিএনএস, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে গোপালপুরে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাপিয়া স্মৃতি সংসদ গোপালপুর উপজেলা শাখার আয়োজনে আজ শুক্রবার সকালে পৌরশহরের হোমল্যান্ড স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন, হোমল্যান্ড স্কুল এন্ড কলেজ ও চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্স কাউন্সিল গোপালপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় পাঁচটি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পাপিয়া স্মৃতি সংসদের গোপালপুর উপজেলা সভাপতি এম আজমল খানের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সভাপতি মো. সেলিম তরফদার। বক্তব্য রাখেন সংসদের জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাচ্চু, ধনবাড়ী উপজেলা সভাপতি হাফিজুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা সম্পাদক মু. জোবায়ের মল্লিক বুলবুল, হোমল্যান্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান রাসেল, পাপিয়া স্মৃতি সংসদের গোপালপুর উপজেলা সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেন, সহকারি শিক্ষক কানিজ ফাতেমা রুমি ও আমার সংবাদ প্রতিনিধি সোহেল রানা প্রমূখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন