আ. লীগের বিলবোর্ডে আগুন দেওয়ায় আটক ৩

  17-02-2018 11:28AM


পিএনএস, রাজশাহী: রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রচার ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে লাগানো বিলবোর্ড অগ্নিসংযোগের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার নগরীরর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ এ কথা জানান।

আটকরা হলেন- নগরীর ঘোষপাড়ার জহরত আলী ছেলে পাপন (৩২), রাব্বুল (৩৫) ও উৎপল (৩৭)।

পুলিশ বলছে, আটকরা সবাই যুবদল কর্মী। তাদের কাছে একটি ফেনসিডিল ও দুই বোতল বিদেশি মদ পাওয়া গেছে।

ওসি হাফিজুর বলেন, ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে রাজপাড়া থানার ঘোষপাড়া মোড়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিলবোর্ড লাগানো হয়।

ওসি বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই বিলবোর্ডে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে কয়েকজন যুবক পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে আসার কথা। এদিন রাজশাহী মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ ও বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধনের কথা রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন