সুন্দরগঞ্জে শিক্ষা অফিসার ঘোড়ার গাড়িতে করে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

  17-02-2018 04:31PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে ভাড়াটিয়া শিক্ষক দ্বারা বিদ্যালয় পরিচালনা করায় কারণে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ ঘোড়ার গাড়ীতে করে সরেজমিনে তদস্ত করে সত্যতা প্রমানিত হওয়ায় উপজেলার বোচাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরভাটিবুড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাটিবুড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুড়য়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতাদি সাময়িকভাবে স্থগিত করেন। এ

সব বিদ্যালয়ের শিক্ষকগণ বিদ্যালয়ে উপস্থিত না হয়ে মাসিক চুক্তির ভিত্তিতে নিয়োজিত এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দিয়ে বিদ্যালয় পরিচালনা করে মাসে ২/১ দিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতাদি উত্তোলন করে আসছিল।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-অর- রশিদের সাথে কথা হলে তিনি জানান, চরাঞ্চলে যাতায়াতের যানবাহন না থাকায় ঘোড়ার গাড়িতে করে পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে পরিদর্শন করে সত্যতা যাচাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন