তানোরে ৩দিন ব্যাপি বই মেলা শুরু

  22-02-2018 03:39PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : জেলার তানোর উপজেলায় অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী একুশে বই মেলা ও ৩৯তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ২০১৮ শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা চত্বরে তিনদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।

এর আগে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী এমপি বলেন, ‘আজ যারা শিশু, কিশোর ও যুবক তারাই একদিন এ দেশ পরিচালনার দায়িত্ব নিবে। তাই তাদেরকে একুশের চেতনা বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।’

উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী প্রামানিক, তানোর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তানোর আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান মিঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাদিকুল ইসলাম। পরে সাংসদ কামারগাঁ বাজার চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তানোর গোল্লাপাড়া গোসাইবাড়ি মন্দির প্রাঙ্গনে লীলা কীর্তন ও যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন