লক্ষ্মীপুরে ৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

  22-02-2018 04:46PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপি (২২-২৫) ফেব্রুয়ারী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ,গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেন প্রমুখ।

আলোচনা শুরু পূর্বে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারী প্রতিষ্ঠানের প্রায় ৫০ স্টল বসে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন