আগামীতেও মুক্তিযোদ্ধা পক্ষের শক্তিকে আনতে হবে: হাসানুল হক ইনু

  22-02-2018 06:29PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : জঙ্গি ও দূর্নীতি অভিশাপের বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করেছেন, দূর্নীতির অভিশাপ থেকে দেশকে উদ্ধারের চেষ্টা করছেন। খালেদা জিয়ার সাজা হয়েছে, কিন্তু বিএনপির তো সাজা হয়নি। তা হলে কেন তারা নির্বাচনে অংশ গ্রহন করবে না। ২০১৪ সাল থেকেই বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে অন্ধকার সরকার সৃষ্টির মাধ্যমে নতুন করে ষড়যন্ত্রনের পায়তারা করছে।

তিনি আরো বলেন, দূর্নীতিবাজ জঙ্গীবাদ, যুদ্ধপরাধী আগুন সন্ত্রাসীদের কোন ছাড় নেই। এমনকি ঘরকাটা ইদ্রুও ছাড় পাবেনা, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ২১শে ফেব্রুয়ারী বুধবার সন্ধায় ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন সমাজ তান্ত্রিক দল (জাসদ) আয়োজিত ইউনিয়ন পরিষদ চত্বরে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

উক্ত পথসভায় ইউনিয়ন সমাজ তান্ত্রিক দল (জাসদ) সভাপতি মামনুর রশিদ (মামুনের) সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সাখওয়াত হোসেন রাঙ্গা, দিনাজপুর জেলা জাসদ সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী, নীলফামারী জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, জলঢাকা উপজেলা জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, প্রমুখ।

মন্ত্রী বক্তব্য বলেন, শুধু জামায়াতকে রাজনীতির বাইরে রাখলে চলবে না। জঙ্গি নেত্রী পেট্টোল বোমার নেত্রী বেগম খালেদা জিয়াকেও রাজনীতির মাঠ থেকে বিতারিত করতে হবে। মন্ত্রী উচ্চ কন্ঠে বলেন, আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের কোন স্থান হবে না। আওয়ামী সরকার তা কঠিত হস্তে দমন করবে।

পথসভা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান তিনি তার ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মন্ত্রীর কাছে। পরে মানপত্রটি মন্ত্রীকে প্রদান করা হয়। সন্ধার দিকে পথসভা মঞ্চে মন্ত্রী উপস্থিত হলে ফুল দিয়ে বরন করেন, ইউনিয়ন জাসদ সভাপতি মামনুর রশিদ, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ছাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেছেন বাবু বনমালী রায়, সহকারী শিক্ষক হাজী জহুরুতুল্ল্যাহ উচ্চ বিদ্যালয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন