কালীগঞ্জে ট্যাঙ্কের উপর থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

  22-02-2018 07:16PM

পিএনএস, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়ায় এলাকায় অবস্থিত সেভেন সার্কেল এর সিমেন্ট ফ্যাক্টরীর ১০০ফুট উচু ট্যাংকে উপর কাজ করতে গিয়ে ছিটকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই সুমন (২৮) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হওয়া সংবাদ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরীরতে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে পুলিশ।

নিহত সুমন আছিয়াবাদ দক্ষিনপাড়া নরসিংদী জেলার থানা রায়পুরা উপজেলার এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নিহতের ভাই ওয়াজকরনী জানান, কালীগঞ্জের সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরীতে সিমেন্ট মিক্সার সহকারীর কাজ করতো।বৃহস্পতিবার সকালে ওই ফ্যাক্টরীর কর্তৃপক্ষ ফোন করে আমাদের জানায় সুমন গাড়ি থেকে পরে মারা গেছে।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সে কাজ করতে গিয়ে সিমেন্ট মিক্সার ট্যাংকের উপর থেকে ১০০ ফুট নীচে মাটিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন