তানোরে প্রান্তিক উদ্যোক্তাদের মাঝে কৃষি ঋণ বিতরণ

  12-03-2018 10:09PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহী তানোরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) তানোর শাখার এর উদ্যোগে চুল প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ী, পিয়ারী চাষী ও সবজী চাষী উদ্যোক্তাদের মাঝে ১৭ লক্ষ ৯০ হাজার টাকা কৃষি ঋণ বিরতণ করা হয়েছে।

সোমবার (১২ মার্চ) বিকালে উপজেলার চন্দনকোঠা, বাউরীগ্রাম ও বহড়া গ্রামে অনুষ্ঠিত কৃষি ঋণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব রাজশাহী বিভাগের মহা ব্যবস্থাপক মো: রফিকুল আলম চৌধুরী, জোনাল ব্যবস্থাপক এস এম রফিকুল ইসলাম, জোনাল নিরীক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, রাকাব তানোর শাখা ব্যবস্থাপক মো: গোলাম আলমগীর কবির প্রমুখ।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের মহা ব্যবস্থাপক মো: রফিকুল আলম চৌধুরী বলেন, প্রান্তিক পর্যায়ে মাথার উচ্ছিষ্ট চুল প্রক্রিয়াজাতকরণ মৌসুমী হেয়ার ফ্যাশানকে আমরা সর্ব প্রথম ঋণ দিচ্ছি বিনা জামানতে। এছাড়া পিয়ারী চাষী ও সবজী চাষীদের ঋণ দিয়েছি। যাতে মাঠ পর্যায়ে এসব প্রান্তিক উদ্যোক্তারা সামনের দিকে তাদের ব্যবসা আরও সম্প্রসারণ করতে পারেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন