ডিমলায় পাউবো শ্রমিক কর্মচারী লীগের কর্মী সভা

  13-03-2018 06:53PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ রেজি নং- বি-১৮৮৭, (সিবিএ), ডালিয়া দোয়ানী ইউনিট কমিটি পাউবো আয়োজনে ১৩ মার্চ সকালে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গনে কর্মচারীদের স্বার্থ বিরোধী নীড বেডস সেট আপ বাতিল, প্রবিধান মালা ২০১৩ এর সকল অসংগতি দূরিকরণ, পেনশন ও আনুতোষিকের তহবিল জরুরী ছাড় করণ, ড্রাইভার (ভেহিকেল) ও ৪র্থ শ্রেণির সকল পদের বিপরীতে আউট সোসিং জন বল নিয়োগের বিধান বাতিল, কার্য্য সহকারীদের বেতন স্কেল দূরকরণ এবং তাদের ১৮ গ্রেড হতে ১৪ গ্রেডে উত্তীর্ণ করণ, গেট অপারেটর আত্মীয় করণ সহ জাতীয় বেতন স্কেলে উত্তীর্ণ করণ, ৪র্থ শ্রেণি কর্মচারীগণের সিলেকশন গ্রেড, অধিগ্রহণকৃত অব্যবহৃত জমি জমা লিজ প্রদান করে রাজস্ব আয় বৃদ্ধি সহ ৩৬ দফা দাবি-দাবা উত্তোলণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পাউবো শ্রমিক কর্মচারী লীগের কর্মী সভা।

উক্ত সভায় ডালিয়া দোয়ানী ইউনিট কমিটির কার্যসহকারী (সিবিএ) সভাপতি খন্দকার বুলবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের দুই দুই বারের অর্থ বিষয়ক সম্পাদক পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ রেজি নং- বি-১৮৮৭ (সিবিএ) বিপ্লবী, সাধারন সম্পাদক জননেতা সুলতান আহম্মদ।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ ঢাকা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হক, সিবিএ ডালিয়া দোয়ানী ইউনিট সাধারন সম্পাদক ও খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, রংপুর পানি উন্নয়ন বোর্ডের সভাপতি কাশীনাথ বর্মন, রংপুর পানি উন্নয়ন বোর্ডের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, সাবেক সম্পাদক ফিরোজ শাহিন, যুগ্ন সম্পাদক আইয়ুব হোসেন, খালিশা চাপানী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন