পাইকগাছায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

  13-03-2018 07:20PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা মঙ্গলবার (১৩ মার্চ) সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনন্সিটিউট লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজনে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি এফএম রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পিআইবি কনিষ্ট প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিআইবি পরিচালক আনোয়ারা বেগম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লুৎফর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও পার্লামেন্ট নিউজের সম্পাদক সাকিলা পারভীন, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ও পার্লামেন্ট জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিখিল ভদ্র, মোস্তফা কামাল জাহাঙ্গীর ও পারভেজ মোহাম্মদ প্রমুখ। প্রথম দিন প্রশিক্ষণ পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, পিআইবি পরিচালক আনোয়ারা বেগম। প্রশিক্ষণ কর্মশালায় পাইকগাছা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন