গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন জাতীয় পার্টির প্রার্থী শামীম বিজয়ী

  13-03-2018 10:09PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ৭৮ হাজার ৯২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ.লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী (নৌকা) পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট।

এছাড়া অন্য দুই প্রার্থী গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) পেয়েছেন ৭১১ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান (আম) পেয়েছেন ৪১৭ ভোট।

উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম মো.সাহাতাব উদ্দিন মঙ্গলবার রাত ৯টায় আ.লীগ প্রার্থী বিজয়ী হবার কথা নিশ্চিত করে বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন ভোটারের মধ্যে ১০৯টি কেন্দ্রে ১লক্ষ ৪৮ হাজার ৯৬৭ ভোট পড়ে। শতকরা ৪৪ দশমিক ৪৬ ভাগ ভোট পড়ে।

প্রসঙ্গত,গত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন দূর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শুন্য হয়। গত ২০১৭ সালের ২২ মার্চ প্রথম দফা উপ-নির্বাচনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৭ সালের ১৯ ডিসেম্বর সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় মারা গেলে আবার এ আসনটি শূন্য হয়। গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন