বাংলাদেশ ঐতিহাসিক সাফল্য উপযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন

  20-03-2018 04:24PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা তথ্য অফিসার মো: আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

লিখিত বক্তব্যে জেলা তথ্য অফিসার মো: আবদুল্লাহ আল মামুন বলেন, জাতিসংঘের তথ্য মতে বর্তমানে বিশ্বের সর্বমোট ৪৭টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় ১৯৭৫ সালে।

স্বল্পোন্নত দেশ নিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল গত ০৯-১৩ মে ২০১১ ইং তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ সমূহের ৪র্থ জাতিসংঘ সম্মেলনে অংশ গ্রহন করেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এরই সুবাদে বিগত ১২-১৬ মার্চ ২০১৮ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হয়র্কে অনুষ্ঠিত সিডিপি এর ত্রি- বার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথমবারের মত আনুষ্ঠানিক ভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সকল মানদন্ড পূরণের স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে।

এসময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন