রামপালে মঙ্গল শোভাযাত্রা ও উৎসাহ উদ্দিপনায় ১৪২৫ পালিত

  14-04-2018 05:06PM

পিএনএস, রামপাল প্রতিনিধি : পহেলা বৈশাখ ১৪২৫ উপলক্ষে দিনভর বিভন্ন কমসুচী পালন করছে রামপাল উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন ।সকাল সাড়ে ৮ টায় মোঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, রামপাল উপজেলা মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলার নিবাহী কর্মকর্তা জনাব তুষার কুমার পাল,রামপাল থানার ভারপ্রাপ্ত কমকতা বেলায়তে হোসেন,রামপাল উপজেলা চেয়্যারম্যান শেখ মো.আবু সাঈদ,ভাইস চেয়্যারম্যান মোয়াজ্জেম হোসনে, মহিলা ভাইস চেয়্যারম্যান হোসনে আরা মিলি, প্রাক্তন ইপজেলা চেয়্যারম্যান অধ্যাপক আব্দুর রউফ, পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, রামপাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়,শ্রিফলতলা মাধ্যমিক বিদ্যালয় সহ আশে পাশের আরও অনেক বিদ্যালয়ের বিপুল সংখ্যাক ছাত্রছাত্রী অংশগ্রহন কর।পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বক্তারা বাঙ্গালীদরে ইতিহাস ওঐতিয্য এর উপরে আলোচনা করেন ।অনুষ্ঠানে বৈশাখী জারী পরিবেশন করে পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক এর ছাত্রী জুই ও তার দল ।বিকালে পহেলা বৈশাখ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠারে আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন