ডিমলায় বর্ষবরন অনুষ্ঠান

  14-04-2018 07:05PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধি : পান্তা ভাত, শুটকি ভর্তা, রুপালী ইলিশের মচমচা ভাজায় , বিভিন্ন স্টলে স্টলে শিক্ষার্থীদের অতিথি পরায়নতা দেশীয় সংস্কৃতি জারী, শারী, আধুনিক পল্লীগীতি , কৌতুক ছড়া , ছন্দ কবিতা অতিথি বরন , ক্রেষ্ট প্রদান এবং রপুরের ভাওয়াইয়া গানে বৈশাখ যেন নতুন সাজে সজ্জিত হয়ে আবহমান গ্রাম বাংলাকে আপন বসন্ত রংতুলিতে সাজিয়েছে । তারই ধারাবাহিগতায় নীলফামারী ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ১৪ এপ্রিল সকাল হতে খালিশা চাপানী ফারহানা রউফ সপ্রাবি মাঠে বর্ষবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নীলফামারী -০১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার উদ্ধোধক হিসেবে অনুষ্ঠানটি উদ্ধোবধন করেন নাউতারা গালর্স স্কুল এন্ড কলেজ ও খালিশা চাপানী ফাযিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম , বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খালিশা চাপানী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার , জেলা পরিষদ সদস্য, আলহাজ্ব সেলিম সরকার লেবু , উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস , খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহরাব হোসেন , সাধারন সম্পাদক তানজিদুর রহমান তানজিদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার কাজল চন্দ্র রায় , যোগেন চন্দ্র রায় , আলতাফ হোসেন , সাজ্জাদুর রহমান সাজ্জাদ , ফিরেজুল আলম, খালিশা চাপানী ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাঃ মহুবর রহমান সহ অত্র ইউনিয়নের ২৯ টি সপ্রাবি প্রধান ও সহকারি শিক্ষক রাজনীতিবিদ স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র/ছাত্রীগণ উপস্থিত ছিলেন ।

অপরদিকে একই উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান এর আয়োজনে পান্তা, শটুকির ভর্তা , ইলিশ খাওয়ার মধ্যে দিয়ে বৈশাখীর শুভ সুচনা ঘোষনা করেন পাশাপাশি নাউতারা গালর্স স্কুল এন্ড কলেজ খা: চাপানী ডিগ্রী ফাজিল মাদ্রাসায় পৃথক পৃথক আয়োজনে একই প্রক্রিয়ায় সভাপতি জননেতা কামরুল ইসলাম এর উপস্থিতিতে বৈশাখী অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করেন । এসময় উপস্থিত ছিলেন স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানগণ , শিক্ষকমন্ডলী ও ছাত্র/ছাত্রী বৃন্দ ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন