বিরল রোগে আক্রান্ত শিশু আব্দুল্লাহ

  15-04-2018 04:53PM

পিএনএস, রামপাল প্রতিনিধি : বিরল রোগে আক্রান্ত শিশু আব্দুল্লাহ (৯)। আলোতে কোন কিছু দেখতে পায় না। সূর্যের আলোতে চোখ দিয়ে পানি পড়ে এবং যন্ত্রনা করে। দিনের বেলায় নির্জন কক্ষে একাই বসে থাকতে হয়।চিকিৎসার জন্য এখন বিত্তবানদের দিকে তাকিয়ে পুরো পরিবার। তারও ইচ্ছা বন্ধুদের মতো স্বাভাবিকভাবে চলাফেরা ও পড়ালেখা করার। কিন্তু, বিরল রোগ কেড়ে নিয়েছে তার সেই স্বপ্ন।

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাংগা আশ্রায়ন প্রকল্পের-২ এর ৮ নং সেডের ৬ নং কক্ষে বসবাস করে হাবিবুর রহমানের ছয় সদস্য এর একটি পরিবার। ৪ ছেলে মেয়েসহ দিন মজুর হাবিবুর রহমানের অনেক কষ্টে সাংসার চালাতে হয়। তার মধ্যে ছোট ছেলে মোঃ আব্দুল্লাহ।

শিশুটির মা-বাবা বলেন, শান্ত স্বভাবের ছেলে কোনো প্রকার আবদার করে না, জ্বালা দেয়না, তবে মাঝ মাঝে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে।

টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, যা থাকে কপালে। তবে সে রাতের আলোয় কিছুটা দেখতে পায়।
যথাযত চিকিৎসা পেলে শিশুটি সুস্থভাবে দৃষ্টি শক্তি ফিরে পেত পারে ।



পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন