পাথরঘাটার ফের ৫ লাখ চিংড়ির রেণু জব্দ

  17-04-2018 11:51AM


পিএনএস, বরগুনা: বরগুনার পাথরঘাটা স্টেডিয়াম মাঠ থেকে ৫ লাখ চিংড়ি মাছের রেণু জব্দ করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টে।

সোমবার রাত ৮টার দিকে পৌরশহরের স্টেডিয়াম মাঠ থেকে এগুলো জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির মাছের রেণুগুলো পাথরঘাটা খালে অবমুক্ত করে দেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, সোমবার সন্ধ্যার পর বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা স্টেডিয়াম মাঠ থেকে ৫ লাখ চিংড়ি মাছের পোনা জব্দ করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন। পরে রাতে ৯টার দিকে পোনা মাছগুলো পাথরঘাটা খালে অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহাবুবুল আলম শাকিল জানান, একদল ব্যবসায়ী সাগর থেকে আহরিত রেণুগুলো খুলনা ও বাগেরহাট এলাকায় পাচারের জন্য পাথরঘাটা নিয়ে এলে এগুলো জব্দ করা হয়।

এর আগের দিন রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ১ লাখ ২০ হাজার চিংড়ি পোনা জব্দ করা হয় কোস্টগার্ডের নেতৃত্বে। পরে সেগুলো নদীতে অবমুক্ত করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন