শেরপুরে উত্তরবাহিনী মহাশশ্মানে বিশাল সনাতন ধর্মসভা

  20-04-2018 08:29PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উত্তরবাহিনী পৌর মহাশশ্মান প্রাঙনে গতকাল শুক্রবার (২০এপ্রিল) বার্ষিক সনাতন ধর্মসভার আয়োজন করা হয়। অত্র মহাশশ্মান কমিটির সভাপতি শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখের সরকারদলীয় স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান।

তিনি তাঁর বক্তৃতায় বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অসাম্প্রদায়িক দেশ গড়তে অঙ্গিকারাবদ্ধ। সরকার এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তাই জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবার ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে-এমন দাবি করে এমপি হাবিবর রহমান আরও বলেন, সবধর্মের মানুষ শান্তিপুর্ণভাবে বসবাস করছেন। এছাড়া যার যে ধর্ম তা নির্বিঘেœ পালন করতে পারছেন, এতে কারো কিছু বলার নেই। তবে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সর্তক থাকারও আহবান জানান তিনি।

শেরপুর উত্তরবাহিনী পৌর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাস রিংকুর সঞ্চালনায় উক্ত ধর্মসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, এড. গোলাম ফারুক, ইলিয়াস উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, শেরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান ভুট্টো, হিন্দু ধর্মীয় নেতা প্রকাশ সরকার, প্রদীপ কুন্ডু, গোবিন্দ বাগচি, বিদ্যুৎ তলাপাত্র প্রমুখ বক্তব্য রাখেন।

শুক্রবার সকালে গীতাপাঠের মধ্যদিয়ে উত্তরবাহিনী পৌর মহাশশ্মান চত্বরে সনাতন ধর্মসভা শুরু হয়। এরপর দিনব্যাপী পদাবলী কীর্ত্তন, ভক্তিমূলক গান, ধর্মীয় আলোচনা অনুষ্ঠান চলে এবং সার্বক্ষণিক প্রসাদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশ নেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন