বাউফলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

  21-04-2018 09:45PM

পিএনএস, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) : বাউফল-বগা প্রধান সড়কের শাপলাখালি এলাকার কাদের মোল্লার বাড়ির কাছে আলিম এন্টার প্রাইজ নামের একটি যাত্রীবাহি বাসের (বরিশাল মেট্রো-ব-১১০০১৪) ধাক্কায় একটি ব্যাটারী চালিত অটো গাড়ি উল্টে গিয়ে শারমিন আক্তার (২২) নামের এক গৃহবধূ মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন তার তিন বছরের মেয়ে মরিয়ম ও দশ শ্রেণী পড়ুয়া ভাই আমিনুল ইসলাম। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার সময় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ঘটনার সময়ে তিনি বাড়ির সামনে দাঁড়ানো ছিলেন। এসময় একটি ব্যাটারী চালিত অটো গাড়ি কয়েকজন যাত্রী নিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিল। পিছন থেকে একটি যাত্রীবাহি বাস ওই অটো গাড়িটিকে ধাক্কা দিলে গাড়িটি দক্ষিন পাশ থেকে সড়কের উত্তর পাশে উল্টে পরলে ঘটনাস্থলেই শারমিন আক্তার নামের গৃহবধূ মারা যান। আহত হন তার মেয়ে মরিয়ম ও ভাই আমিনুল। শারমিন ওই সময় তার স্বামীর বাগি বাউফল সদর ইউনিয়নের বাশবাড়িয়া গ্রাম থেকে বাবার বাড়ি বগা ইউনিয়নের রাজনগর যাচ্ছিলেন। তার স্বামীর নাম মামুন মুন্সী। তিনি ঢাকায় চাকরী করেন। ঘটনার পর স্থানীয় লোকজন বগা ফেরি ঘাট থেকে ড্রাইবার আলম মল্লিকসহ বাসটিকে আটক করে বাউফল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন