ঢাকা-যশোর রুটের বিমান ঝড়ের কবলে, কয়েকজনকে সামরিক হাসপাতালে চিকিৎসা

  26-04-2018 12:42PM


পিএনএস, যশোর: বাংলাদেশ বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের ঢাকা-যশোর রুটের একটি উড়োজাহাজ বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে। এতে বাতাসের ঝাপটায় প্রবল ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের কয়েকজনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

প্রতিকূল আবহাওয়ায় উড়োজাহাজটি নিরাপদে যশোর এয়ারপোর্টে অবতরণ করতে সক্ষম হলেও রাতে ঢাকা ফিরে যেতে পারেনি। বৃহস্পতিবার সকাল ৮টায় অর্ধেক যাত্রী নিয়ে রিজেন্ট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সূত্র জানায়, ৪৮ জন যাত্রী নিয়ে রিজেন্ট এয়ারওয়েজের ৭৬৩ উড়োজাহাজটি বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় রাত পৌনে ১০টায় যশোরের পথে ছেড়ে আসে। মাঝপথে উড়োজাহাজটি ঝড়ের কবলে পড়ে। এতে প্রচণ্ড বাম্পিং হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।

কিন্তু অবতরণের পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘোষণা দেন, কোনো যাত্রীর চিকিৎসা প্রয়োজন হলে তাদের অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। কিন্তু সিভিল এভিয়েশনের সেবা না নিয়ে কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে যাবেন বলে কর্তৃপক্ষকে জানিয়ে দেন। এদের মধ্যে দুজন যাত্রী রাত সাড়ে ১২টা নাগাদ এয়ারপোর্টে এসে জানান, তারা সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। রিজেন্ট এয়ারওয়েজের এজিএম (এয়ারপোর্ট সার্ভিস) কে এম জাফর উজ জ্জামান মোবাইলে ইত্তেফাককে এর সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, রিজেন্ট এয়ারলাইন্সে ঢাকা থেকে আসা যাত্রী রিনাকে আতঙ্কের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিনা খাতুন (৪০) নামে ওই যাত্রীর বাড়ি যশোর শহরের নড়াইল রোডে।

এদিকে ঝড়ের কবলে পড়া বুধবার সন্ধ্যার ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৮টায় অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় ফিরে যায়। যাত্রীদের অনেককেই রিজেন্টের সেবা নিয়ে এয়ারপোর্টে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

তবে অভিযোগ অস্বীকার করে রিজেন্ট এয়ারওয়েজের এজিএম (এয়ারপোর্ট সার্ভিস) কে এম জাফর উজ জ্জামান বলেন, যাত্রীদের সেফটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি। অন্য এয়ারলাইন্স রিস্ক নিয়ে চলাচল করলেও সেফটি নিয়ে আমরা কম্প্রোমাইজ করি না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন