বগুড়া সদর থানার নবাগত ওসি বদিউজ্জামানের চ্যালেঞ্জ

  15-05-2018 07:57PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : মাদক ও ছিনতাইকারীদের চ্যালেঞ্জ করে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ জনসাধারণের সহযোগিতা চাইলেন বগুড়া সদর থানার নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) এসএম বদিউজ্জামান। জঙ্গিবাদ, মাদক, জুয়া ও ছিনতাই নির্মূল করার ব্রত নিয়ে শনিবার বগুড়া সদর থানায় যোগদান করেন তিনি।

মঙ্গলবার (১৫ মে) মানব কল্যাণে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে নবাগত ওসি বলেন, আমি মাদকমুক্ত বগুড়া সদর উপহার দিতে চাই। পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল সম্ভব নয়। সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনা বৃদ্ধি করে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, মানব কল্যাণে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন জেলা শাখার আহবায়ক আজিজ আহমেদ রুবেল, সদস্য সচিব নজরুল ইসলাম, সাংবাদিক ডা. রাসেল মাহমুদ, এমআই মিরাজ, ফটো সাংবাদিক আহসান হাবিব তানসেন প্রমূখ। এরআগে নবাগত ওসি এসএম বদিউজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন