সুন্দরগঞ্জে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  16-05-2018 01:53PM


পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধ) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লায়েক আলী খান মিন্টু (৬৪) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২.৩০মি. রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না......রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে কিডনি ও হৃদরোগে ভূগছিলেন। লায়েক আলী খান মিন্টু সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের পর পর তিনবার ইউপি সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের তিন তিনবার কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মৃত কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার সকালে চন্ডিপুর ফুটবল খেলার মাঠের রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজা শেষে লাশ গাইবান্ধা সদর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন