কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে ৭৫ কেজি ওজনের বাঘাইড় মাছ

  17-05-2018 10:34AM

পিএনএস ডেস্ক: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে স্থানীয় এক জেলের জালে।

চিলমারীর জোড়গাছ এলাকার ব্রহ্মপুত্র নদে স্থানীয় এক জেলের জালে ধরা পড়ার পর ব্যবসায়ী মন্টু মিয়া মাছটি কিনে বুধবার দুপুরে উলিপুর বাজারে বিক্রি করতে নিয়ে যান।

চিলমারীতে বিশাল আকারের মাছটি কেনার মতো কাউকে না পাওয়ায় বিক্রির জন্য উলিপুর বাজারে নেওয়া হয়। উলিপুর বাজারেও গোটা মাছ কেনার মতো কাউকে না পাওয়ায় মাছটি কেটে কেজি প্রতি ১২০০ টাকা দরে ৯৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন মাছ ব্যবসায়ী মন্টু মিয়া।

ব্যবসায়ী মন্টু মিয়া বলেন, মাছটি বিশাল আকারের হওয়ায় চিলমারীতে কোনো ক্রেতা ছিলো না। উলিপুরে বিক্রির জন্য নিয়ে আসলেও গোটা মাছ কেনার ক্রেতা না মেলায় কেটে কেজি হিসেবে বিক্রি করেছি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন