শেরপুরে কৃষকের ঘরে মিললো ৭৩টি গোখরা সাপের বাচ্চা

  20-05-2018 03:47PM

পিএনএস, শেরপুর:শেরপুরের শ্রীবর্দী উপজেলার কামারদহ গ্রামে এক কৃষকের বাড়ি থেকে ৭৩টি গোখরা সাপের বাচ্চা ও ৫০টি ডিম উদ্ধার করেছে স্থানীয়রা।

গত বুধবার থেকে শনিবার পর্যন্ত খোঁড়াখুঁড়ি চালিয়ে কৃষক ইব্রাহিম মিয়ার বসতবাড়ির উঠোনে এসব সাপের বাচ্চা ও ডিম পাওয়া যায়। তবে খোঁড়াখুঁড়িতে বড় কোনো সাপ পাওয়া যায়নি। এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে খড়ের গাদা থেকে কয়েকটি সাপের ডিম ও বাচ্চা পাওয়া যায়। পরে পাশের একটি গর্ত খুঁড়ে উদ্ধার করা হয় ৫৬টি সাপের বাচ্চা ও ৫০টি ডিম। পরদিন বৃহস্পতিবার ৮টি সাপের বাচ্চা এবং শুক্র ও শনিবার আরো ৯টি বাচ্চা উদ্ধার করা হয়।

ইব্রাহিম মিয়া বলেন, বাচ্চা ও ডিম উদ্ধার করা হলেও এখনো কোনো বড় সাপ পাওয়া যায়নি। আমরা খুব ভয়ে আছি। সন্ধ্যার পর সতর্কভাবে চলাফেরা করছি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন