ডিমলায় অগ্নিকান্ডে ভস্মিভূত আশ্রয়ন কেন্দ্রের পরিবারদের মাঝে রান্নার সামগ্রী বিতরন

  20-05-2018 03:53PM


ডিমলা নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী আশ্রয়ন প্রকল্পে গত ১৯ মে বিদ্যুৎ সাকির্ট বাষ্ট হয়ে ১ ব্যারাকের ১০টি পরিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়। আজ রবিবার দুপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে নিজ অর্থায়নে ইউনিয়নের চেয়ারম্যান মো: আমিনুর রহমান হাড়ি, পাতিল, জগ, বালতি, মগ, রান্নার বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন ।

বিতরনকালে চেয়ারম্যান, সংক্ষিপ্ত এক আলোচনা সভায়,সরকারি সহযোগিতার পাশাপাশি দেশের সকলস্তরের সহৃদয়বান ব্যক্তিদের অসহায় এই মানুষগুলোর পাশে দাড়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হামিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ছাইফুল ইসলাম, সাবেক মহিলা সংরক্ষিত ইউপি সদস্য শ্রীমতি যমুনা রানী রায়, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের এস,এ,এ ও মো: গোলাম ফারুক, মাহামুদুন নবী, সোনাখুলী হাজ্বী জহরতুল্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী বাবু, ডিজিটাল সেন্টার উদ্দ্যোক্তা শফিকুল ইসলাম প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন