ঘরের মেঝে ৮০টি গোখরার বাচ্চা

  20-05-2018 11:59PM



পিএনএস ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শহরের বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে ৮০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে মেরে ফেলেছে স্থানীয়রা। রোববার সকালে ওই এলাকার গৃহবধূ স্বপ্না বেগমের ঘরের মেঝে খুঁড়ে সাপগুলো পাওয়া যায়।

স্বপ্না বেগম জানান, সকালে ঘরের মেঝেতে গোখরা সাপের বাচ্চা দেখে চিৎকার দিলে আশপাশের লোক ছুটে আসে। সাপের বাচ্চাটি মারার পর মেঝেতে ছিদ্র দেখে আরও সাপের বাচ্চা আছে সন্দেহে মেঝে খুঁড়লে একে একে ৮০টি বাচ্চা বের হয়। সবগুলো গোখরা সাপের বাচ্চা মেরে ফেলে লোকজন। গোখরা সাপের বাচ্চা পাওয়ায় আশপাশে বড় গোখরা সাপ থাকতে পারে আতঙ্কে তিনি অন্যত্র আশ্রয় নিয়েছেন।

দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহেন শাহ মো. শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন