নাসিরনগরের রাস্তা ঘাটের বেহাল দশা, সংস্কারের নামে হরিলুট

  21-05-2018 11:15AM



পিএনএস, ব্রাহ্মণবাড়য়া থেকে মোঃ রাকিবুর রহমান রকিব: বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। যেখানে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। সেখানে এখনো অনেক পিছিয়ে রয়েছে নাসিরনগর। পল্লীর প্রত্যন্ত অঞ্চল বলে খ্যাত ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ আসন নাসিরনগর। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে প্রায় ৩০ কিঃমিঃ উত্তরে অবস্থিত এ উপজেলা। বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ প্রধান প্রধান সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। সম্প্রতি অতি বৃষ্টি ও ভারী বর্ষনের ফলে অধিকাংশ রাস্তা-ঘাট ভগ্নদশায় পতিত হয়েছে। এ সমস্ত রাস্তা দিয়ে যানবাহন ও জনসাধারণ চলছে জীবনের ঝুঁকি নিয়ে। আবার কিছু কিছু রাস্তা নির্মাণের নামে চলছে হরিলুট। কাজের নামে স্থানীয় দালাল আর ঠিকাদাররা মিলে হাতিয়ে নিচেছ মোটা অংকের টাকা। সম্প্রতি ঠিকাদারের ইচ্ছেমতো কাজ করতে না দেওয়ায় ঠিকাদারের হাতে এক কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন উপজেলা বিভিন্ন ইউনিয়ন ঘুড়ে রাস্তা-ঘাটের ভগ্নদশার এমন চিত্র দেখা গেছে। উপজেলা ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল, দৌলতপুর, সাইযাউক, বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুরা ব্রিজ থেকে শ্রীঘর পূর্ব গ্রাম পর্যন্ত আশুরাইল ঈদগাহ মাঠ হতে পোষ্ট অফিস পর্যন্ত, লাল মিয়া মাষ্টারের বাড়ী হতে পূর্ব গ্রাম পর্যন্ত রাস্তাগুলো মরণ ফাঁদে পরিনত হয়েছে। প্রয়াত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডঃ মোঃ ছায়েদুল হক আশুরাইল গ্রামের ৩টি রাস্তা নির্মাণের জন্য সাড়ে ৬ কোটি টাকা ঘোষনা দিলেও মাত্র ১টি বাস্তবায়ন হয়েছে। বাকী ২টি রাস্তা এখনো কোন হদিস নেই। সম্প্রতি মধ্যগ্রামের রাস্তা দিয়ে যানবাহন চলাচল দূরে থাক পায়ে হেঁটে চলাই অসম্ভব হয়ে পড়েছে। বৈশাখ মাসে বোরো ধান তোলার জন্য গ্রামের লোকজন নিজেরা চাঁদা তুলে মাটি ফেলে কিছুটা সংস্কার করলেও বর্তমানে অতিবৃষ্টি ও ভারী বর্ষনের ফলে মাটি সরে আবারও মরণ ফাঁদে পতিত হয়েছে রাস্তাগুলো। উপজেলার নাসিরনগর হতে চাতলপাড় পর্যন্ত ২৫ কোটি, তুল্লাপাড়া হতে বেরুইন পর্যন্ত ৩ কোটি, কুন্ডা হতে গোকর্ণ পর্যন্ত ২ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাস্তায চলছে ব্যাপক অনিয়ম আর হরিলুট। নাসিরনগর হতে মাধবপুর, গুনিয়াউক হতে নাসিরনগর রাস্তাগুলো জনসাধারণ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন রাস্তাগুলো দিয়ে চলাচল করছে জনসাধারণ। দ্রুত রাস্তাঘাটের সমস্যা সমাধানে মামনীয় সংসদ সদস্য সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃর্ষ্টি কামনা করছে উপজেলাবাসী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন