তানোরে ভূমিসেবা সপ্তাহ পালিত

  21-05-2018 01:46PM



পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা: জেলার তানোর উপজেলায় ‘ভূমিসেবা সপ্তাহ ২০১৮’ উপলক্ষে র্যা লি, আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস থেকে একটি র্যা লি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী।

উপজেলা ভূমি অফিসের নাজির ফিরোজ আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: মো: আব্দুল মজিদ, উপজেলা শিক্ষা অফিসার মো: শামীম আহম্মেদ খান, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক মো: ইউসুফ মোল্লা, জাতীয় বঙ্গবন্ধু পদক প্রাপ্ত কৃষক নূর মোহাম্মাদ, তানোর টিবিএম কলেজের প্রভাষক অসীম কুমার সরকার।

উপস্থিত সেবাগ্রহীতারা ভূমি সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন। এর আগে শনিবার দিনব্যাপি স্থানীয় জনসাধারণকে ভূমিসেবা ও গণশুনানী এবং তৎক্ষণিক ভূমি সংক্রান্ত প্রতিকার দেয়া হবে মর্মে মাইকিং করে উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন