নবাবগঞ্জে বোরো মৌসুমে সরকারিভাবে চাল সংগ্রহের উদ্বোধন

  21-05-2018 02:44PM


পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শস্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলার দাউদপুর খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান মিলার আঃ মতিনের নিকট থেকে চাল ক্রয়ের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, দাউদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফান আলী, মিলার শাহাবুল আলম ফটিক, দবির সরকার,নুরুজ্জামান ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান সহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান চলতি মৌসুমে উপজেলায় ১০৮ জন চুক্তিবদ্ধ মিলারের নিকট থেকে ২৪৭৫ মেঃ টন চাল সরকারী ভাবে সংগ্রহ করা হবে। এর মধ্যে দাউদপুর খাদ্য গুদামে ৭৪ জন মিলারের নিকট থেকে ১৯৪৩.৩৭০ মেঃ টন এবং ভাদুরিয়া খাদ্য গুদামে ৩৪ জন মিলারের নিকট থেকে ৫৩১.৬৩০ মেঃ টন চাল ৩৮ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন