লক্ষ্মীপুরে ভবাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

  21-05-2018 03:36PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান রোববার বিকেলে পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাজেট ঘোষণা করেন সচিব মো: নুরুল হুদা।

তিনি আগামী অর্থ বছরের জন্য রাজস্ব খাতে ১ কোটি ৪৫ লাখ ২ শত টাকা ও উন্নয়ন খাতে ১ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৭ শত টাকা বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: শাজাহান আলী।

বিশেষ অতিথি ছিলেন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, সচেতন নাগরিক সনাক জেলা শাখার সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, প্রফেসর জেড এম ফারুকী, বনশ্রী পাল, আবুল মোবারক ভৃঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল খালেক বাদল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সনাকের এরিয়া ম্যানেজার আবদুল মান্নান।

এসময় ইউনিয়ন পরিষদের মেম্বার স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন