চিরিরবন্দরে সরকারি খাস জমি উদ্ধারে এলাকাবাসীর অভিযোগ

  21-05-2018 06:21PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপেজেলা নশরতপুর ইউনিয়নের মৌজার দাগ নং ৩৫৫৬ খতিয়ান নং ১, ২৬ শতক সম্পত্তি রাণীরবন্দর দরগারপাড় জামে মসজিদ কমিটি রাস্তার ধারে পাকা জায়গা মসলিম জনসাধারনের ২০ বছর ধরে ব্যবহিত ধর্মীয়/সভা, জানাজা নামাজের জন্য উন্মত্ত খাস সম্পত্তি অন্যায় ভাবে জবর দখল করে পাকা বিল্ডিং নির্মাণ করে ফায়দা লুটার চেষ্টা করলে এলাকাবাসীর অভিযোগ, আজ দপুর সাড়ে ১২টায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী ও সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাউর করিম ঘটনাস্থলে পরিদর্শন শেষে সাময়িক ভাবে কাজ স্থগিত রাখার নির্দেশ দেন।

এ সময় ওই এলাকার আলহাজ্ব মাজেদ আলী শাহ্, ছলে আজম, হাবিবুর রহমান, সাইদুর রহমান, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সহ আরো স্থানীয় জনসাধারন জানান, প্রায় ২০ বচল ধরে এই এলাকার প্রায় ১৫ হাজার মুসলিম জনসাধারন জানাজা নামাজ, ধর্মীয় সভা সমাবেশসহ বিভিন্ন সামজিক কর্মকান্ডে রাস্তার ধারে পাকা জায়গাটি ব্যবহারে উপকৃত হয়ে আসছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন