গাইবান্ধায় বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী রাজু নিহত

  23-05-2018 12:43PM



পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী রাজু মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ সময় দুই র‌্যাব সদস্য আহত হন।
নিহত মাদক ব্যবসায়ী রাজু মিয়া পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রাই গ্রামের মৃত জোব্বার মিয়ার ছেলে।

র‌্যাব-১৩, গাইবান্ধার ক্যাম্প সুত্র জানায়, পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাতি এলাকায় মাদক কেনাবেচার হচ্ছে এমন খবর জানতে পেয়ে র‌্যাবের একটি দল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাদক উদ্ধারে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রাজু মিয়া ও তার সহযোগিরা তাদের (র‌্যাবের) উপর গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি চালাকালে মাদক ব্যবসায়ী রাজু মিয়া ঘটনাস্থলে নিহত হন। এ সময় দুই জন র‌্যাব সদস্য আহত হন। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, তিনরাউন্ড গুলি ও বিপুল পরিমান গাজা উদ্ধার করেছে।

বুধবার সকালে পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম বলেন, নিহত মাদক ব্যবসায়ী রাজুর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় প্রায় ৩০টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। ওসি বলেন, ময়না তদন্তের জন্য রাজুর মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন