‘আখাউড়া স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোষ্ট নির্মাণ হবে’

  24-05-2018 11:53AM


পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ রাকিবুর রহমান রকিব: ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া স্থলবন্দর পরির্দশন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান। তিনি ইমিগ্রেশন, কাষ্টমস, বিজিবি, নোম্যান্সল্যান্ড ও স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা ও প্রতিবন্ধিকতা সম্পর্কে অবহিত হন। এসময় বিভাগীয় কমিশনার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, এডিএম তাজিনা সারোয়ার, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, বিজিবি ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক ল্যাফ: কর্নেল মো: শাহ আলী, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মোসলিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার মো: আবু সাইদ, কাষ্টমসের ডেপুটি কমিশনার কাজী ইরাজ ইসতিয়াক, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা।

কাষ্টমস পরির্দশনের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান বাংলাদেশ-ভারত চলাচলকারী যাত্রীদের মালামাল পরিবহরণের জন্য ৪টি ট্রলি ও রোগীদের জন্য ২টি হুইল চেয়ার দিয়ে সহযোগীতার ঘোষনা দেন। এদিকে পরির্দশন শেষে বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান আখাউড়া স্থলবন্দরের আমদানী রফতানীকারক, সিএন্ডএফ এজেন্ট ও স্থলবন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান বলেন, আখাউড়া স্থলবন্দরকে অচিরেই আধুনিকায়ন করা হবে। নির্মাণ করা হবে ইন্টিগ্রেটেড চেকপোষ্ট। তিনি আরো বলেন, ইন্টিগ্রেটেড চেকপোষ্টে নির্মাণ করতে অবকাঠামো নির্মাণের জন্য উচ্চ পর্যায়ে কাজ চলছে। প্রশাসনিক ভবন, এয়ারকন্ডিশন ওয়্যার হাউস, ট্রাক টার্মিনাল, ইয়ার্ড, ক্যান্টিনসহ সব কিছু এই ইন্টিগ্রেটেড চেকপোষ্টের ভেতর থাকবে।

এ সময় অন্যদের মধ্যে ছিলেন, আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, মনির হোসেন বাবুল, আখউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সহ-সভাপতি সুভাস চন্দ্র, আখাউড়া সিএন্ডফে এ্যাসোসিশেন সভাপতি মোবারক হোসেন ভুইয়া, সাধারন সম্পাদক ফোরকান উদ্দিন খলিফা, আমদানী রফতানী কারক এ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল ওহাব, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: সেকের মিয়া, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন